Video: ঘর ভেঙে সব নিয়ে গেল ওরা! বাংলাদেশে অসহায় মা ছেলেকে কোলে নিয়ে কেঁদেই চলেছে

কি বললো সে?

author-image
Anusmita Bhattacharya
New Update
cry

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আরো এক ভিডিও হল ভাইরাল। এক মহিলা তার কোলে সন্তানকে নিয়ে কেঁদে কেঁদে সেই কাহিনী বর্ণনা করছেন যে কি ঘটেছে তাদের সঙ্গে। 

পূজা দাস নামক X ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে ক্যাপশনে লেখা, ঘরের সবকিছু ভেঙ্গে ফেলে তারা। ঘরে ঢুকে সব কিছু, মোটরসাইকেল, সোনা, সবকিছু লুটপাট করে এবং তার ১৪ বছরের ছেলেকে জোর করে নিয়ে যায় খালি স্ট্যাম্পে স্বাক্ষর করতে। বাকি অত্যাচারের কাহিনী আপনারাই শুনুন।