নিজস্ব সংবাদদাতা: উত্সবের মরশুমে ফের অশনি সংকেত দেখা দিল চিনে। দেশটির দক্ষিণ উপকূলের একটি দ্বীপে পাওয়া গেছে এক নতুন ভাইরাস। তবে কি নতুন কোনও মহামারির ইঙ্গিত দিচ্ছেন বিজ্ঞানীরা? নতুন একটি আবিষ্কার ঘিরে উঠে আসছে তেমনই এক তথ্য। চিনের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি গ্রীষ্মমন্ডলীয় দ্বীপ হাইনানেই একটি আবিষ্কার ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে।
ইঁদুরের মধ্যে থাকা একটি ভাইরাসকে ঘিরে তৈরি হচ্ছে নতুন এক আশঙ্কা। নতুন আবিষ্কৃত ভাইরাসগুলির মধ্যে একটি SARS-CoV-2 পরিবারের। এই একই পরিবারের ভাইরাস কোভিড ১৯ মহামারির জন্য দায়ী ছিল। বিজ্ঞানীরা হাইনানের ইঁদুর থেকে প্রায় ৭০০ টি নমুনা সংগ্রহ করেছে। এই গবেষণা থেকেই আটটি নতুন ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা এখন মানুষের উপর এই ভাইরাসগুলির সম্ভাব্য প্রভাবগুলি আরও ভালভাবে বোঝার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করতে চাইছেন।