নিজস্ব সংবাদদাতা: মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত, মায়ানমার এবং তাজিকিস্তান। পরপর এই কম্পনে মধ্য ও দক্ষিণ এশিয়ার বেশ কিছু অঞ্চলে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। ভূকম্পনের সময় বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
শনিবার সকাল ৯টা নাগাদ প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪ এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল উৎসস্থল। ছোট হলেও ভূকম্পন ঘিরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
ভারতের পরে মধ্য মায়ানমারের মেইকটিলায় অনুভূত হয় আরও একটি শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। মার্চের শেষের দিকে মায়ানমারে ৭.৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ৩,৬০০ জনের বেশি প্রাণহানি হয়েছিল। সেই ঘটনার পরে এটি সবচেয়ে শক্তিশালী আফটারশক বলেই মনে করা হচ্ছে। মান্দালয় ও নায়পিটাও সহ বেশ কিছু এলাকা আজকের কম্পনে কেঁপে ওঠে।
/anm-bengali/media/media_files/2025/03/29/smmY2OUntp7gpUv04bSF.jpg)
সকাল ৯টা ৫৪ মিনিটে তাজিকিস্তানে প্রথম ভূমিকম্পটি হয়, যার মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। এটি ছিল দিনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূকম্পন। এরপর সকাল ১০টা ৩৬ মিনিটে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে ওই এলাকা।
ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর বিভিন্ন টেকটোনিক প্লেটের নড়াচড়ার ফলেই এই ধরনের কম্পন একাধিক অঞ্চলে একসঙ্গে অনুভূত হতে পারে। পরপর এই ভূমিকম্পের জেরে মধ্য ও দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।