নিজস্ব সংবাদদাতা: ব্যাংককে উদ্ধারকারীরা চাতুচাক জেলার ধসে পড়া ভবন থেকে আরও একটি মৃতদেহ সরিয়ে নিয়েছে। ফেসবুকে ফায়ার অ্যান্ড রেসকিউ থাইল্যান্ড জানিয়েছে, ধ্বংসস্তূপের উপরের অংশে মৃতদেহটি পাওয়া গেছে।
এই দেহটি উদ্ধারের ফলে থাই রাজধানীতে নিহতের সংখ্যা কমপক্ষে ১২ জনে দাঁড়িয়েছে।
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)