যুদ্ধ বিধ্বস্ত সুদানে শিশু কোলে স্পেশাল ফোর্সের জওয়ানের ছবি ভাইরাল

আফগানিস্তান হোক বা ইউক্রেন, বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে দিন রাত এক করে কাজ করে ভারত সরকার। সুদানের (Sudan) ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকেও একাধিক ভারতীয়কে ইতিমধ্যে নিরাপদে ফিরিয়ে আনার কাজে নিয়োজিত হয়েছে সকলে।

author-image
SWETA MITRA
New Update
sudan.jpg


নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তান হোক বা ইউক্রেন, বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে দিন রাত এক করে কাজ করে ভারত সরকার। সুদানের (Sudan) ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকেও একাধিক ভারতীয়কে ইতিমধ্যে নিরাপদে ফিরিয়ে আনার কাজে নিয়োজিত হয়েছে সকলে। উদ্ধার কার্যে নেমে পড়েছে ভারতীয় বায়ুসেনাও (Indian Air Force)। এরই মাঝে এক মন ভালো করা ছবি প্রকাশ্যে এল। সুদান থেকে ভারতীয় নাগরিকদের সৌদি আরবের জেদ্দায় নিয়ে যাওয়ার সময় সি-১৩০জে স্পেশাল অপস বিমানে একটি শিশুকে বহন করছেন ভারতীয় বিমান বাহিনীর গারুদ স্পেশাল ফোর্সের এক কর্মকর্তা।

উল্লেখ্য, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেছেন, যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নিতে 'অপারেশন কাবেরি' শুরু করেছে ভারত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানী খার্তুম সহ সুদানের বিভিন্ন অংশএবং দারফুরের মতো দূরবর্তী প্রদেশগুলিতে প্রায় ৩,০০০ ভারতীয় আটকে পড়েছেন।  ভারত এর আগে জেদ্দায় দুটি সি-১৩০জে হেভি-লিফট বিমান মোতায়েন করেছিল এবং অপারেশনের জন্য পোর্ট সাইদে আইএনএস সুমেধা পাঠিয়েছিল। সুদানে খাদ্য, জল ও বিদ্যুতের অভাবে অত্যাবশ্যকীয় সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয়দের সরিয়ে নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সম্প্রতি এক বার্তায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'ভারতীয়দের সরিয়ে নেওয়ার অভিযানের তত্ত্বাবধান করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। সুদানের গৃহযুদ্ধের কারণে আমাদের অনেক লোক সেখানে আটকে পড়েছে। তাই তাদের নিরাপদে ফিরিয়ে আনতে আমরা অপারেশন কাবেরি শুরু করেছি। কেরালার ছেলে এবং আমাদের সরকারের মন্ত্রী শ্রী মুরলীধরন এর তত্ত্বাবধান করছেন।'  

ওই অঞ্চলের ভারতীয়রা ভারতীয় সম্প্রদায়ের বাড়িঘর লক্ষ্য করে নির্বিচারে হামলা এবং বিদ্রোহী আধাসামরিক বাহিনী কর্তৃক প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের ভিডিও প্রদর্শন করেছিল।