নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার সাত সকালে দেশে বড় ঘটনা ঘটে গেল। ভূমিকম্পের (Earthquake) জেরে কেঁপে উঠল নেপালের (Nepal) মাটি। আজ নেপালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানানো হয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে। সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বাগমতি ও গন্ডাকি প্রদেশেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর ভূমিকম্প মনিটরিং অ্যান্ড রিসার্চ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ধাডিং জেলা।
এ ছাড়া নেপালের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া বিহারের বেশ কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রচণ্ড ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ঘর থেকে বের হতে শুরু করে। চারিদিকে চিৎকারের পরিবেশ বিরাজ করছিল। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।