নিজস্ব সংবাদদাতা: গাজায় যুদ্ধে প্রথম থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থন করেছেন ইজরায়েলকে। এরই প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে আমেরিকার মুসলিম নাগরিকরা। সময়ের আগেই ফের আমেরিকায় নির্বাচনের ডাক দিয়েছেন দেশের মুসলিম নাগরিকদের একাংশ। একাধিক জায়গায় তাঁরা বিক্ষোভ দেখান। সমাবেশ করেন। ক্রমেই আমেরিকার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে। মিনেসোটায় মুসলিম মার্কিন নাগরিকরা যুদ্ধবিরতির ডাক দেওয়ার জন্য আবেদন করেছিলেন ৩১ অক্টোবর। কিন্তু সেই পথে হাঁটেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্রমেই এই বিক্ষোভ আমেরিকার মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং ফ্লোরিডায় ছড়িয়ে পড়েছে।