নিজস্ব সংবাদদাতা: রবিবার টুইট করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'আমার বিশ্বাস, অন্যান্য যে কোনও উন্নত দেশের তুলনায় আমাদের দেশের অর্থনৈতিক বৃদ্ধি অনেকটা বেশি। আগের থেকে মুদ্রাস্ফীতি বেশ খানিকটা কমেছে। এক বছর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন, মুদ্রাস্ফীতি কোনওভাবেই কমানো যাবে না। তা ভুল প্রমাণিত হয়েছে।
তবে আমি জানি, এখনও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই বেশি। অর্থনীতির শীর্ষে পৌঁছাতে গেলে আমেরিকানদের কঠোর পরিশ্রম করতে হবে এবং খরচ কমাতে হবে।'