নিজস্ব সংবাদদাতাঃ আকাশ জুড়ে নানা রঙের খেলা। যা দেখে মন ভরে যাবে আপনারও। সৌরজগতের নানা চমৎকার ঘটনা ঘটে। যা দেখে বিস্ময় জাগে। তেমনি একটি ঘটনা হলো অরোরা বোরিয়ালিস। মূলত এই অরোরা বোরিয়ালিস নরওয়ে শহরে সাধারণত প্রায়সই দেখতে পাওয়া যায়।
অরোরা বোরিয়ালিসকে ' নর্দান লাইটস ' নামে জানা যায়। ভারতীয় সময় আজ ভোর নাগাদ ব্রিটেন, ইউরোপ, উত্তর আমেরিকার আকাশে এই নর্দান লাইট দেখা গিয়েছে।
মহাকাশবিদরা জানিয়েছেন যে, এক নির্দিষ্ট সময় সূর্যের শিখা একাধিক দিক থেকে প্রকাশিত হয়। মহাকাশবিদরা আরো জানাচ্ছেন যে, সূর্যের এই বিশেষ রশ্মি নাকি মানুষের সাধারণ জীবনযাত্রাকেও প্রভাবিত করে।