নিজস্ব সংবাদদাতাঃ উত্তর আফ্রিকাজুড়ে তাপপ্রবাহ ছড়িয়ে পড়ায় আলজেরিয়ার বনাঞ্চলে দাবানলে ১০ সেনাসহ ৩৪ জন নিহত হয়েছে। বেজাইয়া ও বুইরার পার্বত্য এলাকায় প্রায় সাড়ে সাত হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে জানা গিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুমারদেস, বুইরা, তিজি ওজু, জিজেল, বেজাইয়া ও স্কিকদা অঞ্চলে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
উত্তর আফ্রিকাজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে, প্রতিবেশী তিউনিসিয়ার কয়েকটি শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।