নিজস্ব সংবাদদাতা : লেবাননের কর্তৃপক্ষ সিরিয়ার নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে লেবাননে প্রবেশ করা থেকে বিরত রাখতে সতর্ক রয়েছে। লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি বলেন, সিরিয়ানদের এলোমেলো প্রবেশ রোধে সরকারের "কঠোর নির্দেশনা" রয়েছে। তিনি আরো জানান, বর্তমানে লেবাননে সিরিয়ান অভিবাসীদের আশঙ্কাজনক গতিবিধি লক্ষ্য করা যায়নি, তবে নিরাপত্তা সংস্থাগুলি সেখানে শক্তিবৃদ্ধি করেছে।
মাওলাভি উল্লেখ করেছেন, কেবলমাত্র লেবাননে বৈধ বসবাসকারী সিরিয়ান নাগরিক এবং যারা প্রমাণ করতে পারবে যে তারা ট্রানজিট করছে, তাদেরই লেবাননে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তিনি নিশ্চিত করেছেন, সিরিয়ার প্রাক্তন সরকারের নিরাপত্তা কর্মীরা লেবাননে প্রবেশ করেনি এবং অবৈধ সীমান্ত অতিক্রম পুরোপুরি বন্ধ করা হয়েছে। এছাড়া, সোমবার মাওলাভি লেবানন-সিরিয়া সীমান্তের মাসনা ক্রসিংয়ে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন এবং অবৈধ সীমান্ত অতিক্রম ঠেকাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, লেবাননে আনুমানিক ১.৫ মিলিয়ন সিরিয়ান শরণার্থী অবস্থান করছেন।
এদিকে, লেবাননের সেনাবাহিনী মঙ্গলবার জানায় যে, সিরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে কিছু অজ্ঞাত বন্দুকধারী সেনাবাহিনীর একটি সীমান্ত চৌকির কাছে পৌঁছালে তারা সতর্কীকরণ গুলি চালায়। পরবর্তীতে, গুলি চালানোর পর বন্দুকধারীরা সিরিয়ার ভূখণ্ডে পিছু হটেছিল।