নিজস্ব সংবাদদাতাঃ সুদানের একটি শহরে শনিবার বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির প্রতিদ্বন্দ্বী জেনারেলদের মধ্যে তিন মাসের লড়াইয়ের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী বিমান হামলা।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানের দারুস সালাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় অজ্ঞাতসংখ্যক লোক আহত হয়েছে বলে জানা গিয়েছে।
রাজধানীর শহুরে এলাকা এবং সুদানের অন্যান্য স্থানে সংঘটিত লড়াইয়ে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। এই সংঘাত সামরিক বাহিনীকে র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে পরিচিত একটি শক্তিশালী আধাসামরিক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করিয়েছে। গত মাসে খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়।