হামাস দমনে আকাশ পথেও যুদ্ধ জারি

হামাস মোকাবিলা চলছে। একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত আনছে ইজরায়েল। কখনো প্রতিরক্ষা বাহিনি তো কখনো বিমানবাহিনী, আসছে সাফল্য।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোো


নিজস্ব সংবাদদাতা : প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি হামাস মোকাবিলায় যুদ্ধ জারি ইসরায়েলের বিমানবাহিনীর। রবিবার বিমানবাহিনীর যুদ্ধবিমান সন্ত্রাসী সংগঠন হামাসের প্রায় ৪৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার মধ্যে সামরিক কম্পাউন্ড, পর্যবেক্ষণ পোস্ট, অ্যান্টি-ট্যাঙ্ক পোস্ট এবং আরও অনেক কিছু রয়েছে।এছাড়াও, নৌবাহিনী সদর দপ্তর, অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবস্থান এবং সন্ত্রাসী সংগঠনের অন্যান্য পর্যবেক্ষণ পোস্টে হামলা চালায় বলে খবর।