বিচ্ছেদের খবরেই শিলমোহর, বিয়ে করলেন সানিয়া মির্জার স্বামী শোয়েব

দীর্ঘদিন ধরেই সানিয়া মির্জা ও শোয়েব আলাদা থাকছিলেন বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
shioibbss.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একটি খবরে চমকে গেল গোটা বিশ্ব। আর সেটা হল, পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik) তৃতীয়বারের মতো বিয়ে করেছেন। সানিয়া মির্জার সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর যখন সামনে আসছিল, তখনই এই বিয়ের বিষয়টি প্রকাশ্যে উঠে এল। পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শোয়েব মালিক। ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন শোয়েব মালিক নিজেই।