নিজস্ব সংবাদদাতা: ফের প্রকাশ্যে এলো আরও এক মন্দির হামলার ছবি। বাংলাদেশে যে শুধু নিরীহ মানুষজন অত্যাচারের শিকার হচ্ছে, তেমনটা কিন্তু নয়, বাদ যাচ্ছে না হিন্দু দেব-দেবীও। ফের একবার হিন্দু মন্দিরে হামলা চালালো আন্দোলনকারীরা।
ঘটনা বাংলাদেশের পঞ্চগড় জেলার। এদিন নতুন করে সেই জেলা থেকে উত্তেজনার খবর এসেছে। এদিন ইসলামপন্থীরা বোদা উপজেলায় একটি হিন্দু মন্দিরে হামলা চালায়। তারা এতোটাই ক্ষীপ্ত ছিল যে, এলাকার স্থানীয় হিন্দুরা সব দেখেও তাঁদেরকে বাধা দিতে পারেনি। তাই স্থানীয় হিন্দুরা বাধ্য হয়ে পুলিশে খবর দেয়। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই ঘটনায়।