নিজস্ব সংবাদদাতা: সেই ২০২০-র পর ফের ২০২৩। আর ফের একবার ভয় ধরাচ্ছে চীন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের একটি স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে। যেখানে ‘হু’ দাবি করেছে, ২০২৩ সালের অক্টোবরের মাঝামাঝি থেকে, উত্তর চীনে শিশুদের শ্বাসকষ্টের অসুস্থতার বৃদ্ধি পেয়েছে। চীন তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে এমন তথ্যই সামনে এনেছে।
এরপরই হু চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষের সাথে একটি টেলিকনফারেন্স করে সম্পূর্ণ তথ্য সংগ্রহ করে। যেখানে দেখা গেছে, গত মে মাস থেকে মাইকোপ্লাজমা নিউমোনিয়া, নর্ম্যাল নিউমোনিয়া নিয়ে এবং অক্টোবর থেকে আরএসভি, অ্যাডেনোভাইরাস এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে শিশুদের হাসপাতালে ভর্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি আরও জটিল হয় কিনা সেদিকে নজর রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিপদ বুঝলে আগাম ব্যবস্থা নেবেন তারা।