নিজস্ব সংবাদদাতা: চীনের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীনকে হুঁশিয়ারি দিয়েই রাখলেন বাইডেন। এদিন তিনি বলেন, “আমরা চীনের অন্যায্য অর্থনৈতিক অনুশীলনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা শান্তি ও স্থিতিশীলতার জন্য দাঁড়িয়েছি। তাইওয়ান প্রণালী জুড়ে, আমি প্রশান্ত মহাসাগরে আমাদের অংশীদারিত্ব এবং জোটকে পুনরুজ্জীবিত করেছি। ভারত, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এদের সমর্থন পেয়েছি। তাই চীনকে এখন থেকেই সতর্ক করছি। সংযত হতে বলছি তাঁদেরকে”।