নতুন করে উত্তেজনা ছড়ালো বাংলাদেশে, ফের মিললো ২১ ক্ষতবিক্ষত দেহ

যেন দেশ জুড়ে চলছে তালিবানি শাসন ব্যবস্থা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
the-sheikh-hasina-led-bangladesh-government-has-declared-an-indefinite-nationwide-curfew-starting-at-044125557-16x9_0-ezgif.com-effects

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্বভার গ্রহণ করেছেন অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস। কিন্তু তারপরও শান্ত হচ্ছে না বাংলাদেশ। এখনও অলিতে গলিতে চলছে মৃত্যুলীলা। যেন দেশ জুড়ে চলছে তালিবানি শাসন ব্যবস্থা।

bangladesh-political-crisis-052535661-16x9_0
File Picture

যা জানা যাচ্ছে, ঢাকা, উত্তরা সহ একাধিক জায়গায় জারি অশান্তি। আওয়ামী লিগের সদস্য ও সংখ্যালঘুদের উপরে চলছে নির্বিচারে অত্যাচার। ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার মতো খবরও আসছে। নতুন করে ঢাকা মেডিকেলে এসেছে ২১ জনের ক্ষতবিক্ষত দেহ। প্রত্যেকটি দেহে জোরালো আঘাতের চিহ্ন রয়েছে। তাতে বোঝাই যাচ্ছে, যে তাঁদেরকে বেধড়ক মারধর করা হয়েছিল। এই ২১ জনের মধ্যে বেশিরভাগ রয়েছে পুলিশ কর্মী, র‍্যব আধিকারিকদের দেহ। 

bangladesh police
File Picture

India Post Advertisement Rakhi_300x250

Adddd