নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ ভূমিকম্পের কারণে কেঁপে উঠেছে জাপানের (Japan) মাটি। এদিকে ভয়ে রাস্তায় বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছে বহু মানুষ। তবে এরই মাঝে প্রকাশ্যে এক আরও চমকে দেওয়ার মতো খবর। জাপানে ৯০ মিনিটে ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৩০ হাজার বাড়ি, ক্ষতিগ্রস্ত ২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার পশ্চিম সমুদ্র অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। ভূমিকম্পের পর সরকার সুনামি সতর্কতা জারি করে এবং উপকূলীয় এলাকা ছেড়ে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে মানুষকে।