নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ বিচারের নামে প্রহসন। ইউনুস সরকারের টার্গেট সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস? বিনা বিচারে 16 দিন ধরে জেলে বন্দি তিনি। জামিনের শুনানি এগিয়ে আনতে আজ ফের সওয়ালের প্রস্তুতি চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের। গতকাল চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ হওয়ার পর তিনি গিয়েছিলেন চট্টগ্রাম জেলে। কট্টরপন্থীদের চোখ রাঙানি উপেক্ষা করেই সওয়ালের প্রস্তুতি তার। চট্টগ্রাম জেলে গিয়ে ওকালতনামা সংগ্রহ করেছেন রবীন্দ্র ঘোষ। জেল সুপারের অনুমোদনেই ওকালতনামা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। বন্দী সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের থেকে ওকালতনামা সংগ্রহ করেছেন তার আইনজীবী।