নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশের পরিস্থিতি অস্থির। এই আবহে সীমান্তে রয়েছে কড়া নজরদারি। সূত্র মারফত জানা গিয়েছে যে, বাংলাদেশের অশান্তির জেরে পাসপোর্ট ভেরিফিকেশনেও বাড়তি নজরদারি রয়েছে পুলিশের।
আরও জানা গিয়েছে যে, সীমান্ত পথে চোরা গোপ্তা অনুপ্রবেশ বাড়তে পারে। এই আশঙ্কায় চলছে কড়া পাহারা। পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড-সহ প্রয়োজনীয় নথি শুধু যাচাই করার সাথেই অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যও যাচাই করে দেখা হবে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, নভেম্বরের শেষে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পাকর্স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, বাংলাদেশের মাদারিপুরের ওই বাসিন্দা বাংলাদেশের বিএনপি নেতা। এছাড়াও, কর্ণাটক থেকেগত মাসে বেশ কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশীকে আটক করেছিল কর্ণাটক পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল বেশ কিছু নকল তথ্যসহ জাল পাসপোর্ট।