গাজার হাসপাতাল চত্বরে উদ্ধার প্রায় ৩০০টি মৃতদেহ, বিশ্ব জুড়ে নিন্দা

গাজার নাসের হাসপাতালে মেডিক্যাল কমপ্লেক্সে গণকবর থেকে ২৮৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৭ এপ্রিল ইজরায়েলের সেনাবাহিনী সরে গেলে এই মৃতদেহ উদ্ধার করা হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
gaza body recover.jpg

নিজস্ব সংবাদদাতা: ৭ এপ্রিল ইজরায়েলের সেনাবাহিনী প্রত্যাহারের পর গাজার সিভিল ডিফেন্স কর্মীরা নাসের হাসপাতালে প্রায় ৩০০টি মৃতদেহ সহ একটি গণকবরের সন্ধান পেয়েছেন।  গাজার খান ইউনিস শহরের সিভিল ডিফেন্সের প্রধান কর্নেল ইয়ামেন আবু সুলেমান সোমবার বলেছেন, "ইজরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে আমরা নাসের মেডিক্যাল কমপ্লেক্সে গণকবর থেকে ২৮৩টি মৃতদেহ উদ্ধার করেছি।" গত একমাস ধরে খান ইউনিস শহরে ইজরায়েলি সেনা বর্তমান ছিল। বর্তমানে শহরটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

images 111(5).jpg

 tamacha4.jpeg