নিজস্ব সংবাদদাতা: বার বার ইজরায়েলের সেনাবাহিনী দাবি করছে, তারা গাজায় কোনও সাধারণ মানুষকে নিশানা করছে না। তারা হামাস জঙ্গিদের ওপর আক্রমণ চালাচ্ছে। তাদের এই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক বৃদ্ধকে ইজরায়েলের সেনাবাহিনী বেধড়ক মারছে।
ওয়েস্ট ব্যাঙ্কের হেবরন শহরের বাসিন্দা ইয়াদ বানাতের বাড়িতে ইজরায়েলের সেনাবাহিনী হামলা করে। সেই সময় তিনি টিকটিক লাইভের মাধ্যমে সারা বিশ্বের কাছে তুলে ধরেন, বাড়িতে তাঁর বৃদ্ধ বাবাকে কীভাবে অত্যাচার করছে ইজরায়েলের সেনারা। প্রথমে তাঁকে লাথি দিয়ে মারা হয়। তারপর বন্দুকের নল দিয়ে মারা হয়। পরে হাত কড়া পরিয়ে তাঁকে নিয়ে চলে যায় ইজরায়েলের সেনাবাহিনী। ভিডিওটিতে 'বাবা বাবা' বলে চিৎকার শোনা যায়।