নিজস্ব সংবাদদাতা: ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বছরের শুরু থেকে ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সেনাবাহিনীর হাতে ৫০৫ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ১১১ জন শিশু রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে ইজরায়েলের সেনাবাহিনীর হামলার জেরে ৭০ জন শিশু সহ ২৯৭ জন নিহত হয়েছেন। ৭ অক্টোবর ইজরায়েলের সেনাবাহিনী ৭০ জন শিশুসহ ২৯৭ জন নিহত হয়েছিলেন। অন্যদিকে, ২০২২ সালে গাজা উপত্যকায় ৫৩ জন উপত্যকায় ৫৩ জন ও ওয়েস্ট ব্যাঙ্কে ১৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।