নিজস্ব সংবাদদাতা: জেরুজালেমে হিব্রু ইউনিভার্সিটিতে একটি সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে, ৩৩ শতাংশ মানুষ ইজরায়েল সেনাবাহিনীর গাজার বিরুদ্ধে এই সংঘাতকে সমর্থন করেছে। ১১ শতাংশ মানুষ এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি। সমীক্ষায় দেখতে পাওয়া গিয়েছে, যুদ্ধপরবর্তী গাজার নিয়ন্ত্রণে দ্বিমত পোষণ করেছেন ইজরায়েলের নাগরিকরা। ২৩ শতাংশ মানুষ মনে করছে, আরব দেশগুলোরে তত্ত্বাবধানে থাকুক গাজা। অন্যদিকে ২২ শতাংশ মানুষ চাইছেন, গাজায় বিদ্যমান থাকুক ইজরায়েলের শাসন। অন্যদিকে, ১৮ শতাংশ মানুষ চাইছেন, গাজাকে একটি আন্তর্জাতিক বাহিনী নিয়ন্ত্রণ করুক। অন্যদিক, ১৮ শতাংশ মানুষ মনে করছেন, ইজরায়েলের সঙ্গে গাজাকে সংযুক্ত করা হোক। ইজরায়েলের ৭ শতাংশ মানুষ গাজায় সাধারণ নির্বাচনের পক্ষে সওয়াল করেছেন। আবার অন্যদিকে ১১ শতাংশ মানুষ চাইছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজাকে নিয়ন্ত্রণ করুক। সমীক্ষা থেকে গাজা নিয়ে ইজরায়েলের মানুষের মনে যে একাধিক জটিলতা সৃষ্টি হয়েছে, তা প্রকাশ পেয়েছে।