ফ্রান্সে জরুরি অবস্থা !

উত্তপ্ত হচ্ছে ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়ে দিলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। পুলিশের গুলিতে কিশোরের মৃত্যুর পর থেকেই অশান্তির শুরু হয়। 

author-image
Ritika Das
New Update
france2.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ফ্রান্স। কিশোরের মৃত্যুর ঘটনায় দেশ জুড়ে দেখা দিয়েছে অশান্তি। ট্রাফিক আইন লঙ্ঘন করার জন্য পুলিশ অফিসারের গুলিতে মৃত্যু হয় ১৭ বছরের এক কিশোরের। তারপর থেকেই অশান্তির শুরু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফ্রান্সে জারি হতে পারে জরুরি অবস্থা, জানিয়ে দিলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন। 

তিনি জানান, ঘটনার পর তিন দিন কেটে গিয়েছে। কিন্তু অশান্তি এখনও কমেনি। দেশের শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য সমস্ত বিকল্প ব্যবস্থা দেখা হচ্ছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে জরুরি অবস্থা জারি করা হবে।