নিজস্ব সংবাদদাতা: একটি ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের কেঁপে উঠল পৃথিবী। এবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র টোঙ্গা। ভূমিকম্পের পরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল পঙ্গাই গ্রামের কাছে। পার্শ্ববর্তী দ্বীপ নুইয়েও সুনামির আশঙ্কা থাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের প্রভাবে ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ঘটনার আগে মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের দেশগুলিও ভূমিকম্পের ধাক্কা অনুভব করেছে। কলকাতাতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে। ব্যাঙ্ককে বেশ কয়েকটি বহুতল ভবন ভেঙে পড়েছে। টোঙ্গার ভূমিকম্পের পর প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
/anm-bengali/media/media_files/2025/03/29/3M1jTCdy2bYq8vOXW4wo.jpeg)