আরও বড় যুদ্ধের আশঙ্কা! ইজরায়েলে নতুন করে শুরু হল গুলির লড়াই

ইজরায়েল লেবানন সীমান্তে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
ISRAEL ARMY .jpg


নিজস্ব সংবাদদাতা: ইজরায়েল সীমান্তে  নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে। ইজরায়েল লেবান সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে লড়াই শুরু হয়েছে।  মঙ্গলবার ইরান ইজরায়েলের ওপর ব্যাপক হামলা করে। ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ঘটনায় কোনও প্রাণহানি হয়নি। তবে বেশ কিছু পরিকাঠামো, স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইরান একটি "বড় ভুল" করেছে এবং "মূল্য দিতে হবে"। দুটি আঞ্চলিক সামরিক শক্তির মধ্যে ব্যাপক সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে ৷

iran israel

ইরান বলেছে যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ -  এর হত্যাকাণ্ডের  প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালিয়েছে।  ইজরায়েলের প্রতিটি হামলার বিরুদ্ধে ইরান পাল্টা হামলা করেছে৷ ইরানের সামরিক প্রধান ইসরাইল জবাব দিলে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের ওপর হামলায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ঘটনার তীব্র নিন্দা করেছে। সব রকমভাবে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মহলকে এই হামলার নিন্দা করার কথা উল্লেখ করেছেন। 

 

 tamacha4.jpeg