হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসা নিশ্চিত করছে প্রাচীন এই দল।ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলের মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২২৪টি আসন।বর্তমানে চলছে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি। রোববার রাত ৪ টার দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮ টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৩ টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা। এ পর্যন্ত ৬১ টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি এবার পেয়েছে মাত্র ১১টি আসন। যে ২৬ টি আসনে তারা আওয়ামী লীগের কাছে ছাড় পেয়েছিল তার অনেকগুলোতেই জামানত হারিয়েছে। এর বাইরে আওয়ামী লীগেরই নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে আসন পেয়েছে। এছাড়া বিএনপি জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি আসনে। বিএনপি ও সমমনা দলগুলোর বর্জন, তুলনামূলক কম ভোটারের উপস্থিতি হলেও রোববার মোটাদাগে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে ওই আসনের ভোট পিছিয়ে যাওয়ায় রোববার ভোট হয় ২৯৯ আসনে। তবে সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, বাংলাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে এবারের জাতীয় নির্বাচনে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, ৩০০ আসনের জাতীয় সংসদে কোনো দল যদি ১৫১ আসনে বিজয়ী হয়, তাহলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসাবে আওয়ামী লীগ ইতোমধ্যে পরবর্তী সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এবারও শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করা হবে।