BREAKING: জম্মু ও কাশ্মীরের নাগরোটা সেনা ঘাঁটিতে সন্দেহজনক কার্যকলাপ! আজ রাতেই কি হবে বড় কিছু?
BREAKING: বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ!
নিয়ন্ত্রণ রেখায় সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি? সজাগ করে দিলেন বিদেশ সচিব
‘এই সংঘর্ষ বিরতি লঙ্ঘনের কড়া জবাব দেবে ভারত’, পাকিস্তানকে জোরালো বার্তা দিলেন বিদেশ সচিব
BREAKING: পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন, চীনা বিদেশমন্ত্রীর সাথে আলোচনায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
BREAKING: পাঞ্জাবের এই অংশে বিদ্যুৎ বিভ্রাট! সতর্কতামূলক ব্যবস্থা বলল কর্তৃপক্ষ
BIG ALERT: রেড অ্যালার্ট জারি! সমস্ত আলো বন্ধ করে দিতে বলা হল
BREAKING: রাজ্যের এই অংশে ড্রোন, সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর হবে! জানিয়ে দিলেন মন্ত্রী
BREAKING: নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও গোলাবর্ষণ হয়নি, জানিয়ে দিল সেনা!

জন্মভূমি নয়, তবুও ফিরতে বাধ্য—পাকিস্তান থেকে বিতাড়িত ৮০ হাজার আফগান

পাকিস্তান থেকে জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে হাজার হাজার আফগান নাগরিককে। বৈধ কাগজপত্র না থাকায় এপ্রিলেই ফিরিয়ে দেওয়া হয়েছে প্রায় ১৯,৫০০ জন। সীমান্তে মানবিক সংকট চরমে।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান থেকে জোরপূর্বক ফিরিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার আফগান নাগরিককে। জাতিসংঘ জানিয়েছে, এপ্রিল মাসে ইতিমধ্যেই ১৯,৫০০ জনকে বিতাড়িত করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা অথবা অস্থায়ী অনুমতির মেয়াদ ফুরিয়ে যাওয়ায়, ৩০ এপ্রিলের মধ্যে সবাইকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। ফলে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার আফগান পাকিস্তান ছেড়েছেন।

publive-image

প্রতিদিন শত শত পরিবার টর্কহাম সীমান্ত দিয়ে ফিরছে। মাথায় বোঝা, কোলে শিশু—বয়স্ক-নারী-শিশুরা পাড়ি দিচ্ছেন অজানা ভবিষ্যতের দিকে। কেউ কেউ তো পাকিস্তানেই জন্মেছেন, আফগানিস্তান তাদের চেনা নয়। অনেকেই বলছেন—তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

তালেবান সরকার সীমান্তে অস্থায়ী আশ্রয় দিচ্ছে, কিছু আর্থিক সাহায্যও দিচ্ছে। তবে এত মানুষ একসঙ্গে ফেরত এলে আফগানিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে।

publive-image

পাকিস্তানি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। অনেকেই বলছেন, জিনিসপত্র আনতে দেওয়া হয়নি, কেবল মানুষকেই পাঠানো হয়েছে। অথচ এসব মানুষের অনেকেই পাকিস্তানকেই নিজের দেশ বলে জানতেন। এখন তাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অনিশ্চিত লড়াই।