নিজস্ব সংবাদদাতা : পাকিস্তান থেকে জোরপূর্বক ফিরিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার আফগান নাগরিককে। জাতিসংঘ জানিয়েছে, এপ্রিল মাসে ইতিমধ্যেই ১৯,৫০০ জনকে বিতাড়িত করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকা অথবা অস্থায়ী অনুমতির মেয়াদ ফুরিয়ে যাওয়ায়, ৩০ এপ্রিলের মধ্যে সবাইকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। ফলে এখন পর্যন্ত প্রায় ৮০ হাজার আফগান পাকিস্তান ছেড়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/19/1000190348-291525.jpg)
প্রতিদিন শত শত পরিবার টর্কহাম সীমান্ত দিয়ে ফিরছে। মাথায় বোঝা, কোলে শিশু—বয়স্ক-নারী-শিশুরা পাড়ি দিচ্ছেন অজানা ভবিষ্যতের দিকে। কেউ কেউ তো পাকিস্তানেই জন্মেছেন, আফগানিস্তান তাদের চেনা নয়। অনেকেই বলছেন—তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
তালেবান সরকার সীমান্তে অস্থায়ী আশ্রয় দিচ্ছে, কিছু আর্থিক সাহায্যও দিচ্ছে। তবে এত মানুষ একসঙ্গে ফেরত এলে আফগানিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে।
/anm-bengali/media/media_files/2025/04/19/1000190349-235202.jpg)
পাকিস্তানি সীমান্তরক্ষীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে। অনেকেই বলছেন, জিনিসপত্র আনতে দেওয়া হয়নি, কেবল মানুষকেই পাঠানো হয়েছে। অথচ এসব মানুষের অনেকেই পাকিস্তানকেই নিজের দেশ বলে জানতেন। এখন তাদের জন্য শুরু হচ্ছে এক নতুন অনিশ্চিত লড়াই।