নিজস্ব সংবাদদাতা: হামাসের একজন আধিকারিক জানিয়েছেন, গাজায় ইজরায়েলের অবিরাম বোমাবর্ষণে ধ্বংসস্তূপের নীচে ৮,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। যাঁদের প্রায় ৭০ শতাংশ নারী ও শিশু। ইজরায়েলি সেনাবাহিনী ভুল করে তিনজন বন্দিকে হত্যা করে। এরপরেই গাজায় আটক ইজরায়েলি বন্দিদের মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করেছেন। তাঁরা দাবি তুলেছেন, ইজরায়েলের নাগরিকদের হামাসের হাত থেকে মুক্তিকে সর্বাধিকার দেওয়া হোক। ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় কমপক্ষে ১৮,৭৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইজরায়েলে মৃতের সংখ্যা প্রায় ১,২০০।