নির্বাচনের আগের রাতে বাড়ছে উত্তেজনার পারদ! শহর জুড়ে অভিনব কায়দায় নাশকতা

রবিবার বাংলাদেশে দ্বাদশতম সাধারণ নির্বাচন। তার আগেই একাধিক নাশকতার ছবি সামনে আসছে। ত্রিকোন আকৃতির লোহাত পাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়। চাকায় ঢুকে গিয়ে ৮০টি গাড়ি বিকল হয়ে পড়েছে বলে জানানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bangladesh pashakata .jpg

নিজস্ব সংবাদদাতা: নির্বাচনের আগের রাতে বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম সড়কের ওপর অভিনব কায়দায় নাশকতার ছক দুষ্কৃতীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওপর  ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় ত্রিকোণ আকৃতির ধারালো লোহার পাত। যানবাহন চলাচল করলেই এসব লোহার পাত ঢুকে পড়ছে গাড়ির চাকায়। বিকল হয়ে পড়ছে গাড়ি। ঘটনায় ৮০টি গাড়ি বিকল হয়ে পড়েছে।