৬৪ জন নিহত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গাজায় ইসরায়েলের অব্যাহত আক্রমণের ফলে জাতিসংঘের অন্তত ৬৪ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গাজায় ইসরায়েলের অব্যাহত আক্রমণের ফলে জাতিসংঘের অন্তত ৬৪ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন।
মধ্যাঞ্চলের নিরাপত্তা ও নিরাপত্তা বিভাগের প্রধান সামির তার স্ত্রী ও আট সন্তান নিয়ে মারা গেছেন।
বেসামরিক নাগরিকদের মতো আচরণ করা হয় না এবং তারা মনে করে বিশ্ব তাদের সবাইকে হামাসের সঙ্গে তুলনা করছে। পুরো জনগোষ্ঠীকে অমানবিক করা হচ্ছে।
{{ primary_category.name }}