নিজস্ব সংবাদদাতা: লেবাননের জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে ইজরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। ঘটনায় ৫০০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রায় দুদশকের মধ্যে সোমবার লেবাননের জন্য সব থেকে বড় প্রাণঘাতী দিন ছিল। এতদিন ধরে ইজরায়েল লেবাননের ওপর হামলা চালিয়েছে। কিন্তু কখনও এত সংখ্যক মানুষ একসঙ্গে নিহত হননি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের জনগণকে এমন এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন যেখানে ইজরায়েল হিজবুল্লাহকে টার্গেট করছে। লেবাননের হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি ছেড়ে প্রাণভয়ে পালাচ্ছেন। ইজরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, মন্ত্রিসভা প্রতিদিন সামরিক অভিযানের মাত্রা বাড়াতে সম্মত হয়েছে। ইজরায়েলে এতদিন বিমান হামলা হয়েছে। এবার ইজরায়েলের সেনাবাহিনী লেবাননে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, গাজায় ইজরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজায় ইজরায়েলের হামলায় সোমবার ৩০ জন নিহত হয়েছেন। গাজায় সোমবার দুটি হামলা হয় বলে জানা গিয়েছে। একটি হামলা মধ্য গাজার নুসিরাত এলাকায় এবং আরেকটি ছিটমহলের উত্তরাঞ্চলে হয়েছে বলে খবর। ইজরায়েল গাজার ওপর প্রায় এক বছর ধরে হামলা চালাচ্ছে। ঘটনায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।