নিজস্ব সংবাদদাতা: জাপানে ভূমিকম্প বিপর্যয়ের মধ্যেই আরো একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। জাপান এয়ারলাইন্সের একটি বিমানে বিধ্বংসী আগুন। ভিতরে ছিলেন ৪০০ জন যাত্রী। টোকিওর হানেদা বিমানবন্দরে আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে খাক হয়ে গেল আস্ত একটি বিমান। অবতরণের পর বিমানবন্দরেই দুটি বিমানের মধ্যে ধাক্কা লাগে। তারপর একটিতে লেগে যায় আগুন। তবে খুশির বার্তা এটাই যে ৪০০ জন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)