নিজস্ব সংবাদদাতা: চীনের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে, চীনের সিচুয়ান প্রদেশ থেকে প্রায় ৪০ হাজার মানুষকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বন্যার এবং বৃষ্টির মধ্যে ৯ জন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানা গিয়েছে। শুধু সিচুয়ান নয়, নীচু এলাকা বা নদী তীরবর্তী এলাকাগুলি খালি করে দেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি তো হচ্ছেই। সেই সঙ্গে বেশ কিছু জায়গায় মেঘ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ফলে চীনের বিভিন্ন অংশে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।