নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের পূর্বাঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে এক শিশুসহ অন্তত তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লিমেনকো বলেন, 'রাশিয়া ইচ্ছাকৃতভাবে জনবহুল এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে।'
দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, 'স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে তিনজন বিদেশি ও এক শিশু রয়েছে।'
একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'ব্যক্তিরা জীবিত নাকি মৃত তা পরিষ্কার নয়।'
সূত্রে খবর, ক্ষেপণাস্ত্রের আঘাতের ফলে প্লাজার যে সব রেস্টুরেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো স্থানীয় বাসিন্দা ও সামরিক বাহিনীর কাছে জনপ্রিয়। প্লাজার অন্যতম ব্যবসা আরআইএ পিৎজা সামরিক বাহিনীর কাছে বিশেষভাবে জনপ্রিয়।