নিজস্ব সংবাদদাতা: ক্রমশ ভয়ের হচ্ছে পরিস্থিতি। ইসরায়েল-হামাস যুদ্ধের পরিস্থিতি হাল্কা হওয়ার বদলে ক্রমশ জটিল হচ্ছে। মৃতের সংখ্যা প্রতিদিন মারাত্মক হারে বাড়ছে। এমন অবস্থায় ফের সাবধান হওয়ার বার্তা দিল ইসরায়েল ডিফেন্স ফোর্স।
আজই টুইটে তারা এই বার্তা দিয়েছেন। প্রতিরক্ষা এবং আইডিএফের যৌথ মন্ত্রক জানিয়েছ, “প্রতিরক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি (এনইএমএ) এবং আইডিএফ উত্তর ইসরায়েলের বাসিন্দারা যারা লেবাননের সীমান্ত থেকে ২ কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রীয় গেস্টহাউসে বাস করত তাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট দ্বারা অনুমোদিত হয়েছে সেই পরিকল্পনা। পরিকল্পনায় অন্তর্ভুক্ত ২৮টি সম্প্রদায় হল: গাজার, দিশোন, কেফার ইউভাল, মার্গালিওট, মেটুলা, আভিভিম, ডোভেভ, মায়ান বারুচ, বারাআম, মানারা, ইফতাচ, মালকিয়া, মিসগাভ আম, ইরন, দাফনা, আরব আল -আরমশে, শ্লোমি, নেটুয়া, ইয়া'রা, শ্তুলা, মাতাত, জারি'ত, শোমেরা, বেটজেট, আদমিত, রোশ হানিক্রম, হানিতা এবং কাফার গিলাদি। এই সকলকে অন্যত্র সরানো হয়েছে নিরাপত্তার সাথে”।
মূলত, এই সব এলাকায় যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ হবে। ধ্বংসও হয়ে যেতে পারে একাধিক এলাকা। তাই পরিস্থিতি সামাল দিতে ডিফেন্স ফোর্সের এই সিদ্ধান্ত।