নিজস্ব সংবাদদাতাঃ পেরুর দক্ষিণাঞ্চলে একটি ছোট সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোরে দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় প্রসিকিউটর জিওভান্নি মাতোস রবিবার বলেন, ইয়ানাকুইহুয়া পুলিশ স্টেশন নিশ্চিত করেছে, ২৭ জন নিহত হয়েছে। পেরুর মন্ত্রী পরিষদ আরেকুইপায় ইয়ানাকুইহুয়া খনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত খনি শ্রমিকদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেছে।
পেরুর মন্ত্রিপরিষদ বলেছে, "আরেকুইপা অঞ্চলে ইয়ানাকুইহুয়া খনির খাদে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত খনি শ্রমিকদের পরিবারের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি।"
পেরুর প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়গুলো মৃতদেহ উদ্ধার ও হস্তান্তরের জন্য কাজ করছে। উপরন্তু, পেরুর সরকার আঞ্চলিক সরকার এবং কনডেসুয়োস পৌরসভাকে প্রয়োজনীয় সমস্ত সহায়তা প্রদান করবে।
পেরুর প্রেসিডেন্সি বলেছে, 'আরেকুইপার কনডেসুয়োস প্রদেশের ইয়ানাকুইহুয়া সেক্টরে ২৭ জন খনি শ্রমিকের মৃত্যুতে আমরা আত্মীয় স্বজন ও আরেকুইপার জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি।"