অদ্ভুত দিওয়ালি, ২৬০ মাইল উপরে উদযাপন করবেন সুনীতা উইলিয়ামস্‌

অনিশ্চয়তার মাঝে পৃথিবীবাসীর জন্য বার্তা পাঠালেন সুনিতা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sunita-ezgif.com-avif-to-jpg-converter (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ৮ দিনের সফর বদলে গিয়েছে ৫ মাসে। মহাকাশে এক অন্ধকারে আটকে রয়েছে সুনিতা উইলিয়ামস্। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নভোচ্চর সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি উইলমোর মহাকাশেই আটকে রয়েছেন। অনিশ্চয়তার মাঝে পৃথিবীবাসীর জন্য বার্তা পাঠালেন সুনিতা। 

আলোর উৎসবে ফিরতে পারলেন না নিজের ভূমে। সেই জন্য মহাকাশ থেকেই বাবার স্মৃতিচারণে মগ্ন হলেন সুনিতা। চলছে দীপাবলির আবহ। সোমবার আমেরিকান প্রেসিডেন্ট বাসভবনে পালিত হয় দীপাবলি। মহাকাশ থেকে ভিডিও কলের মাধ্যমে একটি অনুষ্ঠানে যোগদান করেন সুনিতা উইলিয়ামস।  তাকে যে এদিন দেখতে হবে কল্পনাও করেননি সুনিতা।

sunita williams

সুনিতাকে এদিন বলতে শোনা যায়, “এ বছর অভিনব অভিজ্ঞতা হয়েছে আমার। পৃথিবী থেকে ২৬০ মাইল উপরে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে দীপাবলি পালন করছি আমি। এদিন তার বাবা দীপক পান্ডের কথা স্মরণ করেন তিনি। দীপাবলীর এই বিশেষ দিনে বাবার কথা মনে পড়ছে খুব” বলছেন সুনিতা। 

ভারত থেকে আমেরিকা এসেও ভারতের শিকড়কে মনে রেখেছিলেন তার বাবা। ভারতীয় উৎসব সম্পর্কে বাবার কাছ থেকেই স্পষ্ট জ্ঞান পেয়েছিলেন তিনি। দীপাবলি অশুভের বিরুদ্ধে শুভশক্তির জয় উদযাপনের মুহূর্ত। বিভিন্ন সংস্কৃতির কথাও এদিন তুলে ধরেন সুনিতা। 

প্রসঙ্গত বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে গত ৫ই জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং ব্যারি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে তাদের ফেরানোর পরিকল্পনা রয়েছে। তাদের ফেরানোর পরিকল্পনা করেছে নাসা।