নিজস্ব সংবাদদাতাঃ বেইজিংয়ের চ্যাংফেং হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে মোট ৭১ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বেইজিংয়ের ফেংতাই জেলার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। দমকল বিভাগ, জননিরাপত্তা, স্বাস্থ্য ও জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নেভানো হয় এবং স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উদ্ধার কাজ চলে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।