২০০ বছরের প্রাচীন শ্মশান দীপাবলি উৎসব পালিত হচ্ছে বরিশালে

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব হল শ্মশান দীপাবলি।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
ij

নিজস্ব সংবাদদাতা, বাংলাদেশঃ বাংলাদেশের বরিশালে প্রতিবছরের মতো এবারও উপমহাদেশের সবচেয়ে বৃহৎ শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মানুষ এই শ্মশান দীপাবলি উৎসবে অংশ নেন। প্রায় ২০০ বছরের প্রাচীন এই শ্মশান দীপাবলি উৎসবে আগতরা তাদের স্বজনদের সমাধিতে মোমবাতি, প্রদীপ, ধূপ কাঠি প্রজ্জ্বলন করেন এবং সমাধিতে প্রিয়জনের প্রিয় খাবার রেখে আসেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছর কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী ও পূণ্য তিথিতে এই আয়োজন বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব বলে বিবেচিত।

এই উৎসবকে ঘিরে প্রায় ৭ একর এলাকা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উৎসব সম্পন্ন করতে নারী পুরুষ মিলিয়ে ২০০ জন স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। এছাড়া প্রতিটি স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।বেওয়ারিশদের সমাধিগুলোকে কমিটির পক্ষ থেকে হলুদ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও প্রিয়জনদের সমাধিতে শ্রদ্ধা জানাতে দীপাবলিতে দেশ ও বিদেশ থেকে ১০-১৫ হাজার মানুষ এখানে এসেছেন। এখানে নতুন পুরোনো মিলিয়ে ৬০ হাজারেরও বেশি সমাধি রয়েছে। এর মধ্যে ৫০ হাজারের অধিক পাকা ও ১০ হাজার কাঁচা মঠ। তাদের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোমের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো শশ্মান।এসব তথ্য নিশ্চিত করেছেন শ্মশান দীপাবলি উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় ভক্ত।