নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ পুলিশ সদর দপ্তর সহ রাজধানী ঢাকার ১৩টি ও ঢাকার বাইরে ৭টি থানায় হামলা ভাঙচুর এবং আগুন লাগিয়ে লুটপাট করেছে বিক্ষোভকারীরা। তবে এই ঘটনায় ঠিক কয়জন মানুষের মৃত্যু হয়েছে এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু জানা যায়নি।
গতকাল সন্ধ্যা থেকেই চলছে এই ভাঙচুর। অনেক কর্মকর্তা এই ভাঙচুরের জেরে আটকে পড়েছিলেন কার্যালয়ে। ফায়ার সার্ভিস সূত্রে খবর বিকেল সাড়ে চারটার দিকে থানা ভবনে আগুন দেওয়া হয়েছিল।
বিক্ষোভকারীদের প্রতিরোধের জন্য রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের সেল ছুঁড়েও সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তাতে বিক্ষোভের আগুন আরও তীব্র হয়ে ওঠে।