নিজস্ব সংবাদদাতা: নৈরাজ্যের বাংলাদেশ ফের বিচারের নামে প্রহসন। নতুন যুক্তিতে ফের খারিজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানির আবেদন। আক্রান্ত হয়েও অকুতোভয় আবেদন রবীন্দ্র ঘোষের। তবু কাজে এল না সন্ন্যাসীর জামিন শুনানি এগোনোর আর্জি। ২ জানুয়ারি হবে এই মামলার শুনানি। স্থানীয় আইনজীবী ঐ সন্ন্যাসীর পক্ষে না দাঁড়ানোয় খারিজ হল রবীন্দ্র ঘোষের আবেদন।