অগ্নিগর্ভ বাংলাদেশ, ‘ষড়যন্ত্র’ দুই দেশের, সামনে এলো তথ্য

সরকারের পতন ঘটানোর নেপথ্যে নাকি রয়েছে চীন ও পাকিস্তানের ষড়যন্ত্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladeshstudentmovement-ezgif.com-resize

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এমনকি শুধু ইস্তফা দেওয়াতেই সমস্যা মেটেনি, নিজের জন্মভূমি ছেড়ে ভারতে এসে থাকতে হচ্ছে শেখ হাসিনাকে। তবে এই সবের মধ্যে আশঙ্কার খবর শোনালো গোয়েন্দারা।

sheikh-hasina-bangladesh
File Picture

এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানোর নেপথ্যে নাকি রয়েছে চীন ও পাকিস্তানের আইএসআইয়ের ষড়যন্ত্র। এমনই তথ্য এবার প্রকাশ্যে এসেছে। গোয়েন্দারা দাবি করেছেন যে, চীন ও পাকিস্তানের একটাই উদ্দেশ্য, ভারত বিরোধী সরকার গঠন করা বাংলাদেশে। বাংলাদেশ জুড়ে এই অগ্নিগর্ভ পরিস্থিতির নেপথ্যে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির রয়েছে বলেই জানা যাচ্ছে।

w
File Picture

আসলে পাকিস্তান চেয়েছিল যেভাবে হোক বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকারকে সরিয়ে দিতে। আর তার জায়গায় বিএনপির সরকারকে প্রতিস্থাপিত করতে। গোয়েন্দাদের অনুমান, বিএনপি শাসনে এলে তা ভারতের জন্য ভালো নয়, তবে পাকিস্তানের জন্যে ভালো হবে। আর তাই এই গভীর ষড়যন্ত্র। যদিও এই সম্পূর্ণ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও মেলেনি কোনও তথ্য। 

India Post Advertisement Rakhi_300x250

Adddd