নিজস্ব প্রতিনিধি: রেহাই পেলেন না নিরীহ মৎসজীবীরাও। বাংলাদেশের প্রকোপে এবার ভারতের মৎসজীবীরা। চোরাচালানকারী ও বেআইনি অনুপ্রবেশকারীদের আড়াল করতে বেধরক মার খেলেন তারা।
সূত্রের খবর, রীতিমতো পিছমোড়া করে পিটিয়েছে বাংলাদেশী সেনারা। বাদ যায়নি লাঠি, বুট কোনও কিছুই। কারোর উপর চলেছে মাথায় বন্দুক ঠেকিয়ে অত্যাচার। কাকদ্বীপে ফিরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তারা।
জানা গিয়েছে, জলসীমানা পেরনোর অভিযোগে গ্রেফতারের পর শুরু হয় অকথ্য অত্যাচার। বাংলাদেশ নৌসেনার আচমকা হামলার পর নিখোঁজ এক মৎসজীবী।