বালোচিস্তানে রাতভর গুলির লড়াই! উদ্ধার ১০৪ জন পণবন্দি

বালোচিস্তানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ জন জঙ্গি নিহত হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan train haijack

নিজস্ব সংবাদদাতা:  রাতভর গুলির লড়াই শেষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বালোচিস্তানে অপহৃত ট্রেন থেকে একশোর বেশি পণবন্দি যাত্রীকে উদ্ধার করেছে। অভিযানে বালোচিস্তানের স্বাধীনতাপন্থ সশস্ত্র সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)-র ১৬ জঙ্গির মৃত্যু হয়েছে বলে প্রশাসনের দাবি। যদিও BLA এই মৃত্যুর খবর অস্বীকার করেছে এবং পাল্টা দাবি করেছে যে সংঘর্ষে ৩০ জন পাকিস্তানি সেনার প্রাণ গেছে।

গতকাল জাফর এক্সপ্রেস কোয়েট্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাওয়ার পথে BLA জঙ্গিরা ট্রেনটি অপহরণ করে। ট্রেনটির ৯টি বগিতে প্রায় ৪০০ যাত্রী ছিলেন। এক বিবৃতিতে BLA জানিয়েছে, তাদের সদস্যরা বোলানে রেলপথ উড়িয়ে দেয়, যার ফলে ট্রেনটি থামতে বাধ্য হয়। এরপরই ট্রেনের দখল নেয় জঙ্গিরা এবং পণবন্দিদের মুক্তির বিনিময়ে বেশ কিছু দাবি জানায়।

পণবন্দিদের উদ্ধারে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে দুই পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলে। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১০৪ জন পণবন্দিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৮ জন পুরুষ, ৩১ জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য নিকটবর্তী শহর মাচের একটি অস্থায়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

pakistan train haijackkk

তবে এখনও ট্রেনে কতজন পণবন্দি রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ট্রেন অপহরণের পর BLA দাবি জানায়, বালোচিস্তানের জেলবন্দি রাজনৈতিক নেতাদের ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। পাশাপাশি, পাকিস্তানি সেনার বিরুদ্ধে বালোচিস্তানের বহু মানুষকে অপহরণের অভিযোগ তুলে, তাঁদের মুক্তিরও দাবি তোলে সংগঠনটি। দাবি মানা না হলে ট্রেন সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারিও দেয় তারা।

এই ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনী বালোচিস্তানে সন্ত্রাসবাদ দমন অভিযানের তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে।