নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, ফ্রান্সে ট্রাফিক স্টপেজের সময় পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার পর দেশে সহিংসতা ছড়িয়ে পরে। এই ঘটনায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
দারমানিন বলেন, "প্রজাতন্ত্রের প্রতীকগুলোর বিরুদ্ধে অসহনীয় সহিংসতার একটি রাত: টাউন হল, স্কুল এবং পুলিশ স্টেশনগুলোতে আগুন দেওয়া বা আক্রমণ করা। এই ঘটনায় ১৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস অঞ্চলে দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মধ্যরাতের কিছু আগে নানতেরে অ্যাভিনিউ পাবলো পিকাসোতে পুলিশ লাইনে আতশবাজির বিস্ফোরণে একটি গাড়ি পুড়ে গেছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর লিল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তুলুজে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং ফরাসি রাজধানীর দক্ষিণে আমিনস, ডিজন ও এসোন প্রশাসনিক বিভাগেও অস্থিরতা দেখা দেয়।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার মন্ত্রিসভার সংকট বিষয়ক বৈঠক ডেকেছেন।