নিজস্ব সংবাদদাতাঃ স্থানীয় গণতন্ত্রপন্থী গোষ্ঠীর সদস্য এবং একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অনেক শিশুসহ অন্তত ১০০ জন নিহত হয়েছে। ২০২১ সালে শুরু হওয়া শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম মোকাবেলায় সামরিক বাহিনী ক্রমবর্ধমানভাবে বিমান হামলা চালাচ্ছে। তখন থেকে তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক বাহিনীর হাতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, 'সাগাইংয়ে একটি কমিউনিটি হলে বিমান হামলার খবরে আমি আতঙ্কিত।' ভলকার তুর্ক বলেন, "নিহতদের মধ্যে স্কুলছাত্রদের পাশাপাশি অন্যান্য বেসামরিক নাগরিকও রয়েছে বলে মনে হচ্ছে।"