হুড়মুড় করে ধসে পড়ল ১০ তলা হোটেল! ধ্বংস্তূপের নীচে হোটেলের অতিথি ও কর্মীরা

আর্জেন্টিনায় একটি ১০ ​​তলা হোটেল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন নিখোঁজ রয়েছে ।

author-image
Tamalika Chakraborty
New Update
hotel collapsed

নিজস্ব সংবাদদাতা: আর্জেন্টিনায় একটি ১০ ​​তলা হোটেল ধসে একজনের মৃত্যু হয়েছে এবং আরও নয়জন নিখোঁজ রয়েছে । স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আটলান্টিক উপকূলে রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ২৩০ মাইল  দূরে ভিলা গেসেল শহরের ১০ তলা ডুব্রোভনিক হোটেলটি মঙ্গলবার সকালে ধসে পড়ে।

দমকল কর্মীরা জানিয়েছে, এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  দমকল ও পুলিশ কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার চেষ্টা করছে। বুয়েনস আইরেস প্রদেশের নিরাপত্তা মন্ত্রী জাভিয়ের আলোনসো বলেন, মৃত ব্যক্তি ৮০ বছরের একজন বৃদ্ধ।  তিনি ধসে পড়া হোটেলের পাশের বাড়িতে থাকতেন। তাঁর সঙ্গীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ওই দম্পতির ছেলে ঘটনার সময়  সেখানে উপস্থিত ছিল কি না, তা জানা যায়নি।  জানা গিয়েছে, হোটেলের একটি দিকে বেআইনিভাবে নতুন করে নির্মাণ করা হচ্ছিল। সেই কারণে হোটেলটি ধসে পড়েছে বলে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে।